পটুয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পা বিচ্ছিন্ন

 পটুয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পা বিচ্ছিন্ন
 পটুয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পা বিচ্ছিন্ন

রিপন কুমার দাস,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আব্দুর রশিদ (৬৫) নামের এক বৃদ্ধের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার সদর উপজেলার বোতলবুনিয়া নন্দিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। রশিদকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সুত্রে যানাযায় ব্রিজের পাশে আব্দুর রশিদের গাড়ির চাকা হাওয়া ও পাংচার ঠিক করার দোকান রয়েছে। সকাল ৯টার দিকে গাড়ির চাকায় হাওয়ার কাজ করার সময় সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে, এসময় সিলিন্ডারের মাথার অংশ তার পায়ে লাগে। শরীর থেকে পা আলাদা হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারউল্লাহ বলেন, এখানে প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে